সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চুয়াডাঙ্গা-যশোর সড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
নিহত জুঁই (৬) জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের সিএনজি চালক জসিম মন্ডলের মেয়ে ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি ঘঁনার জানান, প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল শিশু জুঁই। বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে জীবননগর থেকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক জুঁইকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। এ সময় তারা সড়কের ওপর গাছের গুড়ি ফেলে অবরোধ করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।