সীমান্ত সম্পর্ক উন্নয়নে ভারত ও বাংলাদেশের দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে উক্ত প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ মে) বিকালে জয়নগর সীমান্তের ৭৭নং পিলারের বাংলাদেশের ভেতরে শূন্য রেখায় এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে বিএসএফ ২-১ সেটে বিজিবিকে পরাজিত করেছে। এই ভলিবল প্রতিযোগিতা দেখতে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোররা ভিড় জমায়। তারা করতালিসহ বিভিন্ন স্লোগানে দুই দেশের খেলোয়াড়দের উৎসাহ যোগায়।
আরও পড়ুন: হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়