মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে অভিযান চালিয়ে ১২০ কেজি বাংলাদেশি সীসা উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা। শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ (বিজিবি) পরিচালক শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়,শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্ত বুড়িপোতা বিওপির না. সুবে. মো. তৌহিদুজ্জামান ও তার দল সীমান্ত পিলার ১১৬ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থানে বাঁশ বাগানের ভেতরে চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাঁশ বাগানের পুকুরের পশ্চিম পাড়ে লুকানো চারটি প্লাস্টিকের বস্তা পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে পরিত্যাক্ত বস্তাগুলির ভেতর থেকে ১২০ কেজি সীসা উদ্ধার করা হয়।
এছাড়া সীসাগুলো মেহেরপুর কাষ্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বেনাপোলে ১০ স্বর্ণের বার জব্দ, ২ ভাই আটক