ঢাকা, ২৯ মে (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস-প্রেসিডেন্ট নুরুল হক নুর বগুড়ায় তাকে হত্যার জন্য হামলা চালানোর দায়ে বুধবার ছাত্রলীগের কর্মীদের অভিযুক্ত করেছেন।
তিনি দুপুরে মধুর ক্যানটিনে সাংবাদিকদের বলেন, ‘ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তারা আমাকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে একের পর এক হামলা চালিয়ে আসছে।’
‘আসলে, তারা ডাকসু নির্বাচনে তাদের পরাজয় মেনে নেয়নি এবং এ কারণেই আমাদের ওপর হামলা চালাচ্ছে,’ বলেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নুর ও অন্য কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
নুর বলেন, ‘ইফতার কর্মসূচিতে আমাদের ওপর ছাত্রলীগের হামলা প্রমাণ করে যে তারা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হচ্ছে।’
হামলা পরিকল্পিত ছিল উল্লেখ করে ডাকসু ভিপি দায়ীদের শাস্তির দাবি জানান।
ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।