জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক জিএম আল আমিন ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিকসহ একাধিক দপ্তরপ্রধান পদত্যাগ করেছেন।
সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: পুলিশি নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন জবি সমন্বয়ক
পদত্যাগকারীদের হলেন- জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর পরিচালক সহযোগী অধ্যাপক তানভীর আহসান, বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হোসেন। এছাড়া অডিট সেলের উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের তদারকি কমিটির আহ্বায়ক, ডি নথি বাস্তবায়নের আহ্বায়ক ও বিদ্যমান অর্গানোগ্রাম সময়োপযোগীকরণের লক্ষ্যে সুপারিশ উপকমিটির পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন। এরমধ্যে হল প্রভোস্টসহ দুজন হাউজ টিউটরও পদত্যাগ করেছেন।
আরও পড়ুন: আল্টিমেটামের ৪ ঘণ্টার মধ্যেই জবি উপাচার্যের পদত্যাগ
জবি উপাচার্যকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ১৩ দফা দাবি