১১তম ডাচ-বাংলা প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী ভার্চুয়াল অনুষ্ঠান শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রতিযোগীদের মধ্যে ‘সি’ ক্যাটাগরিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক সাদাত প্রথম স্থান অধিকার করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
সংশ্লিষ্টরা জানায়, দেশের ৬৪ জেলা থেকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে ৯,৮০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক পর্যায়ে তুমুল প্রতিযোগীতার মাধ্যমে ২৯০০ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে ১১শ’ জনের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ ৯৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগীদের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক সাদাত ‘সি’ ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে তিন ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন: বইমেলা বন্ধের সুপারিশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির
কৃতিত্ব অর্জনকারী গোলাম ইশতিয়াক সাদাত কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক ও পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহারের ছেলে। গোলাম ইশতিয়াক সাদাত এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় এশিয়ান ফিজিক্স আন্তজার্তিক অলিম্পিয়াডের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।