জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা এবং সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষাথীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভিক্টোরিয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আবু সুফিয়ান রাসেল, চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ঈশিতা, ফয়সল আহমেদ ও রুবেল মজুমদার।
বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ চালু থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু থাকবে না কেন? বাণিজ্য মেলা যদি চলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে কেন পরীক্ষা হবে না।
পরীক্ষা বন্ধের কারণে ২৮ লাখ শিক্ষার্থী বিপাকে পড়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়া পরীক্ষার দাবিতে সড়কে শিক্ষার্থীরা