বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (যা মূলত ‘জাপানি অর্থনৈতিক অঞ্চল’ নামে পরিচিত) উদ্বোধন করেছেন।
মঙ্গলবার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনু্ষ্ঠানে যোগ দেন তিনি।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মতে, জাপানের অর্থনৈতিক অঞ্চলে ১৫০ কোটি বা দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসবে এবং এক লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।
বেজা জানিয়েছে,৩০টি জাপানিসহ ৪০টি বিদেশি কোম্পানি সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। আমরা সর্বোচ্চ (বিনিয়োগের) সুযোগ ও সুবিধা দিচ্ছি।’
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারী উদ্যোক্তারা বিশেষ সুযোগ পেতে পারেন। ‘নারী উদ্যোক্তারা এগিয়ে আসলে আমরা তাদের বিশেষ সুযোগ দেব। তাদের জন্য আলাদা প্লট দেয়া হবে।’
শেখ হাসিনা বলেন, তার সরকার পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে আবাদি জমি ও পরিবেশ রক্ষা করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশি উদ্যোক্তারাও দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন।
তিনি বলেন, ‘ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু হিসেবে অবস্থান করছে।’
শেখ হাসিনা বলেন, তার সরকার দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ জোরদার করছে। এই দুই পাশে ৩০০ কোটি মানুষের বিশাল বাজারের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দু’টি অঞ্চল রয়েছে।
এছাড়া সরকার জনগণের ক্রয়ক্ষমতা বাড়িয়েছে, যেখানে বাংলাদেশেই ১৭ কোটি মানুষের বাজার রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধাও দিচ্ছে, যাতে তারা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে ১০০০ একর জমিতে গড়ে ওঠা জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন তার স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধন বাংলাদেশে জাপানি ও অন্যান্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার এক নতুন যুগের সূচনা করবে।
তিনি বলেন, সিঙ্গার নামে একটি স্বনামধন্য কোম্পানি ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা নির্মাণের কাজ শুরু করেছে।
হারুন আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পর জাপানের দু’টি কোম্পানি অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপনে চুক্তি করতে যাচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সুমিতোমো করপোরেশনের প্রেসিডেন্ট মাসায়ুকি হায়োডো।
বেজা এবং জাপানের সুমিতোমো করপোরেশন যৌথভাবে অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে কাজ করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মাধ্যমে যৌথ উদ্যোগের প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তারা বিশেষ সুযোগ পেতে পারেন: প্রধানমন্ত্রী