এদিকে, ক্লাস শুরু হলেও ‘সিট সংকটের’ কারণে প্রশাসন শিক্ষার্থীদের হলে তুলতে অনিচ্ছুক হওয়ায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ও বিভিন্ন হলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান নেন। বেলা বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নবীন শিক্ষার্থীদের ভিড় বাড়ে। কিন্তু হল বরাদ্দ না পাওয়ায় বিপাকে পড়েন তারা।
ফিরোজ হাসান নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক দূর থেকে জার্নি করে সকালে পৌঁছাই বিশ্ববিদ্যালয়ে। বিশ্রামেরও সুযোগ হয়নি। সেই সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে বসে আছি।’
তবে এক পর্যায়ে সারাদিনের ভোগান্তির পর সন্ধ্যার দিকে নতুন বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। বিভিন্ন হলের গণরুমগুলোয় তাদের থাকার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা এই সমস্যা নিরসনে কাজ করছি।’