জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
নির্বাচনে ৩৩টি পদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থীরা ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া শিক্ষক ঐক্য পরিষদের প্রার্থীরা ৮টি পদে ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসান।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৫৭৭ জন শিক্ষক ভোট দেন।
আরও পড়ুন: ঢাবিতে নিরাপত্তা জোরদারে ই-সিকিউরিটি সার্ভিলেন্স চালু