চট্টগ্রাম মহানগরীর জেএমসেন হলে দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টা ও ইট-পাটকেল নিক্ষেপের মামলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের চার নেতাসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুব অধিকার পরিষদের নেতারা হলেন-বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এন এম নাছির উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ এবং বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল। এছাড়া অন্যরা হলেন-ইয়ার মোহাম্মদ, মো. গিয়াস উদ্দিন, মো. মিজান, ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান ও ইমরান হোসেন।
পুলিশ জানায়, জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টার সময় ধারণকৃত ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাদের শনাক্ত করা হয়।
পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৭
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা ঘটনার দিন গত শুক্রবার ধর্ম অবমাননার প্রতিবাদে নগরীর আন্দরকিল্লা থেকে বের করা মিছিল থেকে পরিকল্পিতভাবে জেএমসেন হল পূজামণ্ডপে হামলা চালায়।
এর আগে ১৬ অক্টোবর জেএমসেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টার ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলা অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাটি দায়ের করেন।
পড়ুন: মন্দিরে হামলার উস্কানির অভিযোগে ইসলামী বক্তা আটক
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা দেশের চেতনার বেদীমূলে হামলা: তথ্যমন্ত্রী