সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ডিআই পিকআপের ধাক্কায় তিনটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় ২ মোটরসাইলে আরোহী নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা।
আহতরা হলেন- মোকামবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে পাবেল ও মোকামপুঞ্জি গ্রামের খাট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া। এছাড়াও বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১০টায় মোকামপুঞ্জিগামী দ্রুতগামী ডিআই পিকআপ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে তিনটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব ও রেজাকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
এদিকে এ ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ টাইলস মিস্ত্রির মৃত্যু, আহত ২ মাছ ব্যবসায়ী