জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অধিকাংশ বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
যাত্রীদের বাস স্টপেজে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে এবং যারা বাসে চড়তে পেরেছে তাদের কাছ থেকে বাসের কর্মীরা অতিরিক্ত ভাড়া নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খুলনায় দীর্ঘ রুটের অধিকাংশ যাত্রীকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ফিরতে দেখা গেছে। বাসের কর্মীরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে। অতিরিক্ত ভাড়ার পরিমাণ আসল ভাড়া থেকে অনেক বেশি।
জেলার পরিবহন মালিকরা জ্বালানির মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সীমিত বাস চালাচ্ছেন বলে অভিযোগ বাসস্ট্যান্ডের কয়েকজন যাত্রীর।
সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত রিপা বেগম বলেন, সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি তার জানা নেই। একজন বাসচালক ঝিনাইদহ-খুলনা রুটে বিদ্যমান ১৮০ টাকার পরিবর্তে ২৫০ টাকা আদায় করায় তিনি অবাক হয়ে যান।
সুন্দরবন পরিবহনের লাইনম্যান সুজিত জানান, সরকারের ঘোষণার পর গতকাল রাত থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তারা।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের মহাব্যবস্থাপক গোলাম সামদানী সাকিব জানান, তারা এসি ও নন-এসি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নিচ্ছেন।
কিছু যাত্রীর অভিযোগ, এই করোনা মহামারিতে সরকারের জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক।
দিনাজপুরে শনিবার সিএনজিচালিত কোচের ভাড়া বাড়ানো হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে বাসের ভাড়া অপরিবর্তিত রয়েছে।
আগের দামে গাড়ির জ্বালানি পেতে শুক্রবার রাত ১২টার আগে জেলার পেট্রোল পাম্পগুলোতে মানুষ ভিড় করেছে। কিন্তু নবাবগঞ্জ ও চিরিরবন্দর উপজেলার কয়েকটি জ্বালানি কেন্দ্র পুরনো দামে পেট্রোল ও অকটেন বিক্রি করতে অস্বীকৃতি জানায়। তবে, মোটরসাইকেল চালকরা রাস্তা ব্যারিকেড করায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তারা পুরানো দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন।
দিনাজপুর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী জানান, বিআরটিএ ও জেলা পরিবহন কমিটির সিদ্ধান্তের পর তারা বাস ভাড়া বাড়াবেন।
রাঙ্গামাটিতে সরকারের জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রেখেছে রাঙামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতি।
এদিকে, জেলায় কয়েকটি সিএনজিচালিত গণপরিবহন চলাচল করছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বহু মানুষ ও শিক্ষার্থী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছে।
রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, পরিবহন ভাড়ার বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দূর-দূরান্তের সব বাস চলাচল করবে না।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ
বাগেরহাটে শুক্রবার রাত থেকেই জ্বালানি স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মানুষ।
জ্বালানির ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি ঘোষণার পর অতিরিক্ত জ্বালানি বিক্রি করা হয়েছে। ফলে জ্বালানি স্টেশনগুলোতে সাময়িক জ্বালানি সংকট দেখা দিতে পারে।
শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার জ্বালানি তেলের দাম অনেক বেশি বাড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেলের দাম প্রতি লিটার ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেনের দাম ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৪ টাকা বেড়ে ১৩০ টাকা হয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ থেকে ৮০ টাকা বাড়িয়ে দেয় সরকার। ফলস্বরূপ, বাসের ভাড়া অসামঞ্জস্যপূর্ণভাবে প্রায় ২৭ শতাংশ এবং লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাড়ছে গণপরিবহন ও লঞ্চের ভাড়া