সোমবার অনলাইনে ‘প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদের কর্ম জীবন ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সজীব ওয়াজেদ এর ৫০তম জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পলক বলেন, ‘একজন ভিশনারি ও মেধাবী নেতা সজীব ওয়াজেদ জয়; জীবন ও কর্মের সকল ক্ষেত্রেই সততার অনুশীলন করছেন বলেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এতটা সফল।’
ডিজিটাল বাংলাদেশের সামগ্রিক কার্যক্রম সজীব ওয়াজেদের নির্দেশে পরিচালিত হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি সব সময়ই জনগণের অর্থে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের উপকার এবং রিটার্ন কী আসবে তা বিবেচনায় নিতে পরামর্শ দেন।’
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ কীভাবে পাচ্ছে তা আমরা এ করোনাকালে বুঝতে পারছি। এখন স্বাস্থ্য সেবা থেকে শুরু করে কোরবানির গরু কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্মের ব্যবহার হচ্ছে।
পরে সজীব ওয়াজেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।