ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বুধবার বেলা ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
হামলায় বাসচালক, হেলপার ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে চলছে বাস ধর্মঘট
বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বেলা ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে ঝালকাঠির শ্রমিকদের সঙ্গে পটুয়াখালী শ্রমিকদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বরিশাল ও পটুয়াখালীর শ্রমিকরা মিলে ঝালকাঠির বাসচালক ও শ্রমিকদের ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা পিটিয়ে ঝালকাঠির বাসচালক কালু হাওলাদার, সুপারভাইজার আবুল কালাম, হেলপার শাওন হাওলাদার, সাগর ও জাহিদসহ ১০ জনকে আহত করে।
চালকসহ আহত ঝালকাঠি সাত শ্রমিককে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঝালকাঠি থেকে বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন।
আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।