অস্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজারের মধ্যে ডলারে বিপরীতে টাকার মান আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক টাকার মান আরও এক টাকা ৬০ পয়সা কমিয়েছে।
সোমবার দেশের কেন্দ্রীয় এই ব্যাংক চলতি বছরে নবম বারের মতো টাকার মান কমিয়েছে। তবে এবার টাকার মান এক ধাপে সর্বোচ্চ এক টাকা ৬০ পয়সা কমানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, বাংলাদেশ ব্যাংক যে হারে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে, তাকে আন্তঃব্যাংক বিক্রির হার হিসেবে বিবেচনা করা হয়।
সোমবার বাংলাদেশ ব্যাংক প্রতি মার্কিন ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সা। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক টাকার মান ৯০ পয়সা কমিয়ে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ দশমিক ৯০ পয়সা নির্ধারণ করে।
আরও পড়ুন: ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
চলতি বছরের জানুয়ারির শুরুতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করে।
এরপর ২৩ মার্চ টাকার মান ২০ পয়সা কমিয়ে ডলারের বিনিময়মূল্য ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে।
তারপর ২৭ এপ্রিল আরও একদফা টাকার মান ২৫ পয়সা কমায় বাংলাদেশ ব্যাংক। তখন প্রতি ডলারের বিনিময়মূর্য বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা।
গত ৯ মে টাকার বিনিময়মূল্য ২৫ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।
এরপর ১৬ মে টাকার মান একলাফে ৮০ পয়সা কমিয়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে বিনিময়মূল্য ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। তা গত ২৩ মে টাকার মান আরও ৪০ পয়সা কমিয়ে প্রতি ডলারের মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: টাকার মান আরও কমল, ডলার প্রতি নতুন বিনিময় হার ৮৯ টাকা