ছাত্রজনতার আন্দোলন চলাকালে ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ভাইরাল হওয়া জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জ্যোতি (৩২) শহরের রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।
আরও পড়ুন: ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা সাকু গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, খালি গায়ে হাতে রামদা নিয়ে গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষপর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।’