ঠাকুরগাঁও, ১২ এপ্রিল (ইউএনবি)- জেলা শহরে গোকুল রায় (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি শহরের জমিদারপাড়ার ধীরেন রায়ের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পথচারীরা সেনুয়া শ্মশান ঘাটের পাশে গোকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোকুলের মাথায় ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় ইতিমধ্যে গোকুলের দোকানের কর্মচারী বিষু ও রতনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।