ডাকসু নির্বাচনের দ্রুত তফসিল, সহপাঠী শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২৭ মে) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় ও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
ডাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ শিগগিরিই ঘোষণা না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রশিবির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদ।
তিনি বলেন, ডাকসু এমন একটি প্ল্যাটফর্ম যার লক্ষ্য শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব করা, দাবি, চাহিদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। ফ্যাসিবাদের পতনের পর নতুন প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের ৯টি দাবির মধ্যে একটি হলো ডাকসু নির্বাচন। কিন্তু, দুর্ভাগ্যবশত প্রশাসন খুব ধীরগতিতে এগোচ্ছে।
তিনি বলেন, ‘যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা না করা হয়—তাহলে ঢাবি ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি পালন করবে।’
আরও পড়ুন: শিবির সন্দেহে আটক, তিন বছর পর অব্যাহতি জবির ১১ শিক্ষার্থীর
ফরহাদ বলেন, ‘আমরা আশা করি প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’
তারা ঢাবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারও দাবি করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা জানতে চাই সাম্যকে কেন হত্যা করা হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে— তাদের তথ্য প্রকাশ করতে হবে এবং জড়িতদের বিচার করতে হবে।’
এদিকে, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার জন্য এসএম ফরহাদ এবং সেক্রেটারি মহিউদ্দিন খান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটিএম আজহারুলকে রাজাকার হিসেবে অভিযুক্ত করে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনের একদল নেতা বিকাল সাড়ে ৪টার দিকে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ সমাবেশ করেছে।