ঢাকা, ২৮ মে (ইউএনবি)- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সোমবার রাতে ১৮০ সদস্যের বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১-এর একটি নারী কন্টিনজেন্ট ঢাকা ত্যাগ করেছে।
পুলিশ সুপার (এসপি) সালমা সৈয়দ পলি এ কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন বলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ সদরদপ্তরের সিনিয়র কর্মকর্তারা ঢাকা বিমানবন্দরে শান্তিরক্ষীদের বিদায় জানান।
বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ২০১০ সালে হাইতি মিশনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়া শুরু করেন। হাইতিতে তারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভূমিকম্পের পর মানবিক সহায়তা দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।