ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গত ২৯ মার্চ ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
আসামিপক্ষের কৌঁসুলি প্রশান্ত কুমার কর্মকার ইউএনবিকে বলেন, আজ (রবিবার) সকালে তারা আগাম জামিনের আবেদন করেন।
বেলা ১১টার দিকে এ প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত রিট আবেদনের শুনানি এখনও শুরু হয়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
গত ২৯ মার্চ মতিউর রহমান, প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস, অজ্ঞাতনামা 'সহকারী ক্যামেরাম্যান' সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে 'প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার' অভিযোগে আবদুল মালেক (মশিউর মালেক) নামে এক আইনজীবী বাদী হয়ে একটি এফআইআর দায়ের করেন।
এফআইআরে আইনজীবী আরও উল্লেখ করেছেন যে অভিযুক্তরা ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।
বাদী বলেন, শামসুজ্জামান শামসের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দেশে-বিদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে’।
তাছাড়া এ নিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে লিগ্যাল নোটিশ