দেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৪১ জনের।
একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৮৭৩ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ৫৪৫জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩২৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ২ মৃত্যু,শনাক্ত ১০২০
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৫৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকায় দুই হাজার ৩০৯ জন এবং এক হাজার ২৭৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৮ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ১৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১২ হাজার আটজন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৪ হাজার ২৯৯ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে ২৩ হাজার ৬২৩ জন ঢাকার এবং বাকি ১০ হাজার ৬৭৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গু: আরও ৩ মৃত্যু,শনাক্ত ৮৯৯