নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শেখ ফজলুল হক কালিয়া উপজেলার টোনা গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রোমান গত শনিবারে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রবিবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রাতে তার মৃত্যু হয়।
গত শুক্রবারে জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে‘ জ্বর’ লিখে স্ট্যাটাস দেন তিনি।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজল বকসী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ২ মৃত্যু,শনাক্ত ১০২০
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি: স্থানীয় সরকারমন্ত্রী