ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা স্থগিতের বিষয়ে বিশ্বের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তির সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকতো যে তিনি কোনো অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না।’
তিনি বলেন, বিবৃতি না দিয়ে তারা বিশেষজ্ঞ পাঠাক। যদি এতই দরদ থাকে তারা আইনজীবী পাঠাক। মামলার সমস্ত দলিল-দস্তাবেজ খতিয়ে দেখুন। তারাই দেখে বিচার করে যাক এখানে কোনো অপরাধ আছে কি না।
আরও পড়ুন: বাংলাদেশ এখনই ব্রিকসের সদস্য হওয়ার অনুরোধ করেনি: প্রধানমন্ত্রী