সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও পল্টন, মিরপুর-১০ মোড়, আগারগাঁও, বিজয় সরণি মোড়, বাংলামোটরসহ কয়েকটি এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকায় শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করেন।
এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে বলা এবং জনগণকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিতেও দেখা গেছে তাদের।
আরও পড়ুন: শেখ হাসিনার আশ্রয় নিয়ে জল্পনা, নিয়ম স্পষ্ট করল যুক্তরাজ্য