আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটি সকাল ৯টা ৩৫ মিনিটে অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লা জেলায়।
অধিদপ্তর বলেছে, আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৮৬ কিলোমিটার।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প