সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শিগগিরই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হবে।
তিনি বলেন, মানবাধিকার পরিষদের কার্যালয় হলে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলো মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।
আরও পড়ুন: যানজট নিরসনে রাস্তা ও পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার (২৯ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
তিনি বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছন। একটা খুব বড় সিদ্ধান্ত।
সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, শিগগিরই এই কার্যালয় হবে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।
আরও পড়ুন: দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি ঘোষণা: আইন উপদেষ্টা