রুশ ভাষা দিবস ও মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় এক শ্রদ্ধা ও সাহিত্য সভার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে পুশকিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আরও পড়ুন: মাঝে মাঝেই ‘ভয়ঙ্কর’ দুঃস্বপ্ন দেখেন সালমান রুশদি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
শ্রদ্ধা নিবেদনের সময় রাশিয়ান হাউসের রুশ ভাষা কোর্সের শিক্ষক-শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধ্যাপক-শিক্ষার্থী, বাংলাদেশে বসবাসরত রাশিয়ান নাগরিক, সোভিয়েত ও রাশিয়ান প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক সাহিত্য সেমিনারের আয়োজন করা হয় এবং এর উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাকার রুশ হাউসের পরিচালক সকল অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, রুশ ও বিশ্ব সাহিত্যের উন্নয়নে পুশকিনের অবদানের কথা উল্লেখ করে সারা বিশ্ব একই সঙ্গে পুশকিনের জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক রুশ ভাষা দিবস উদযাপন করছে।
আরও পড়ুন: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের