ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, তারা ঢাকা থেকে মেলবোর্ন যাওয়ার জন্য আরেকটি অনিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার বিষয়ে চিন্তাভাবনা করছে।
হাইকমিশন এ ফ্লাইটে যেতে আগ্রহী অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং অস্ট্রেলিয়ায় বাস করা নিউজিল্যান্ডের নাগরিকদের বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার মধ্যে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৯০ অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছিল।
প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পাদন নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া সরকার ক্রুজ জাহাজ ও বিমানের মাধ্যমে তাদের ১০ হাজারের অধিক বাসিন্দাকে দেশে ফিরতে সহায়তা করেছে।