হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের এক নিরাপত্তা কর্মীসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কোটি ২৫ লাখ টাকার ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- বিমানের নিরাপত্তা কর্মী ইব্রাহিম খলিল এবং সৌদি আরবের রিয়াদ থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে ঢাকায় আসা যাত্রী কামাল উদ্দিন।
সন্দেহজনক চলাফেরার কারণে ইব্রাহিম খলিলকে প্রথমে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং তিনি সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণ বার তার জ্যাকেটের ভেতর থেকে হস্তান্তর করেন।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) জিয়াউল হক বলেন, কামাল উদ্দিন স্বর্ণের বার বিমানবন্দরে নিয়ে আসেন এবং ইব্রাহিম খলিলের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
তিনি বলেন, ‘নোয়াখালীর ইব্রাহিম বিমানবন্দর থেকে স্বর্ণের বারগুলো বের করে দিলে এক লাখ ৯৫ হাজার টাকা পাওয়ার কথা এবং ফেনীর কামাল উদ্দিন এ গুলো এখানে নিয়ে আসেন।’