ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মধুর ক্যান্টিনের কাছে সোমবার সকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানি জানান, বেলা সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই এই বিস্ফোরণের সাথে জড়িত থাকতে পারে।
এই ঘটনার সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি।
এর আগে, গত ৩০ ডিসেম্বর মধুর ক্যান্টিনের কাছে ককটেল বিস্ফোরণে সেখানকার এক কর্মচারী আহত হন।
এছাড়া গত ২৯ ডিসেম্বর ৩টি এবং ২৬ ডিসেম্বর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মধুর ক্যান্টিনের কাছে।