বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের ‘গতিশীল অংশীদারিত্ব’ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও বিকাশ লাভ করবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।
বুধবার ঢাকায় সৌদি দূতাবাসের নতুন প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘আমার সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের জনগণের উন্নতির জন্য কাজ করা, সুসম্পর্ক বজায় রাখা এবং এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।’
রাষ্ট্রদূত বলেন, ‘প্রতি বছর দেড় লাখ বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।’
আল দুলাইহান বলেন, ‘আমরা আশা করি, ইনশাআল্লাহ, নতুন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর আমরা বিগত বছরগুলোর মতো বাংলাদেশি হজযাত্রীদের থাকার ব্যবস্থা করতে পারব।’
জনশক্তি রপ্তানির বিষয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দৃঢ় যোগাযোগ গড়ে উঠেছে। যার ফলে বাংলাদেশের অর্থনীতি ও অভিবাসী শ্রমিকদের পরিবার উপকৃত হচ্ছে।
সৌদি আরবের জনগণও সৌদি অর্থনীতির উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানকে গভীরভাবে স্বীকার করে জানিয়ে তিনি বলেন, উভয় দেশের জন্য এটি একটি ‘উইন-উইন’ পরিস্থিতি।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী