ভর্তি প্রার্থীরা বিস্তারিত Website link: https://admission.eis.du.ac.bd এই লিংক থেকে জানতে পারবেন।
সোমবার ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এদিকে এবার ‘ক’ ইউনিটের অধীনে এনভায়রনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টে ১৫ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাবি।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে ৭ হাজার ১৩৩টি। ‘ক’ (বিজ্ঞান) ইউনিটে ১৮১০টি আসন, ‘খ’ (মানবিক) ইউনিটে ২৩৭৮টি, ‘গ’ (ব্যবসা) ইউনিটে ১২৫০টি, ‘ঘ’ (সম্মিলিত) ইউনিটে ১৫৬০টি এবং চারুকলা অনুষদে ১৩৫টি আসন থাকছে।
সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- ঢাবির 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে এবং 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, 'গ' ইউনিটে ২৭ মে, 'ঘ' ইউনিটে ২৮ মে এবং 'চ' ইউনিটে ৫ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে সাড়ে ১২টায়।
এবছর মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত এবং বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে। ‘চ’ ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোতে ৪৫ মিনিট এমসিকিউ এবং ৪৫ মিনিট লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। ‘চ’ ইউনিটের জন্য ৩০ মিনিট এমসিকিউ এবং ৪৫ মিনিট লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে।
‘ক’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম ৩.৫ জিপিএ এবং মোট জিপিএ থাকতে হবে ৮.৫ (চতুর্থ বিষয়সহ)। ‘খ’ ইউনিটে আবেদনকারীদের প্রতিটিতে কমপক্ষে ৩ জিপিএ থাকতে হবে এবং সমন্বিত জিপিএ ৮ এবং ‘গ’ ইউনিটে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসির প্রতিটিতে ৩.৫ এবং সমন্বিত জিপিএ ৮ থাকতে হবে।
‘চ’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৩ থাকতে হবে এবং সমন্বিত জিপিএ ৭ হতে হবে।
আরও পড়ুন: ঢাবির হল ১৩ মার্চের মধ্যে খোলার পরামর্শ
গবেষণায় নকল করার দায়ে ঢাবির ৩ শিক্ষকের পদাবনতি
ঢাবির পিএইচডি থিসিস কীভাবে সংরক্ষণ ও মূল্যায়ন হয়, জানতে চায় হাইকোর্ট