করোনা মহামারির কারণে দেড় বছরের বিরতির পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাসে পাঠদান ও পরীক্ষা শুরু হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন বলেন, সশীরে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেক ক্লাস এবং পরীক্ষা সকাল ৮টায় শুরু হয়েছে এবং সেগুলো বিকাল ৫টা পর্যন্ত চলবে।
টিকার কমপক্ষে একটি ডোজ গ্রহণের প্রমাণ এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানার শর্তে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ক্লাসে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ট্রাস্ট ফান্ড’ গঠন