সাংবাদিকতার শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিকদের সেরা চার প্রকল্পকে ১৮ হাজার ৪৩০ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
রবিবার (২৩ জুন) বাংলাদেশে আয়োজিত প্রথম টেকক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে এই সেরা প্রকল্প নির্বাচন করা হয়।
অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলো হচ্ছে- ‘কোস্টাল ভয়েস’, ‘এম্পাওয়ারিং মিডিয়া স্টুডেন্টস টু আইডেন্টিফাই নিউজ সোর্সেস অ্যান্ড এলিমিনেটিং মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন’, ‘মিডিয়া লিটারেসি বেয়ন্ড দ্য স্ক্রিন: ব্রিজিং গ্যাপস, বিল্ডিং মাইন্ডস’ এবং ‘ভয়েস ফর ভয়েসলেস’।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিভেন ইবেলি বলেন, ‘গণমাধ্যম সাক্ষরতার অগ্রগতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্জন করা নতুন দক্ষতাগুলোকে আপনারা সমাজে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারেন।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের ক্ষমতায়ন, সত্য নিশ্চিত করতে আয়োজিত এ বছরের ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের টেকক্যাম্পের পর অনুদানের এই আয়োজনটি এক উল্লেখযোগ্য মাইলফলক। যুগান্তকারী এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ৫০ জন সাংবাদিকতার শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিককে নির্বাচিন করা হয়।