৪০তম বিসিএসে পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন, যাদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। এই ফলাফল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে পিএসসি।
এ ফলাফলের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন প্রায় ২০ হাজার বিসিএস প্রার্থী।
বিসিএস ছাড়া অন্য সরকারি চাকরির নিয়োগে বয়স সীমা শিথিল
পরীক্ষার খাতা মূল্যায়ন, যাচাই এবং পুনর্নিরীক্ষণ করার দীর্ঘ প্রক্রিয়া শেষেই বিসিএসের ফলাফল চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী, যার মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।
এই ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল: বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেলেন ২২০৪ জন
২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ফলাফল দেখতে ক্লিক করুন - ৪০তম বিসিএস
আরও পড়ুন: ৪২তম এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ