আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারের দুই ব্রোকার হাউজকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্তে বলা হয়, শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটি আইন লঙ্ঘন করায় ৫ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হলো।
একইভাবে বর্তমানে কম্পারেবল কোম্পানি অ্যানালাইসিসে (সিসিএ) ঘাটতি না থাকলেও পূর্বের ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এর বাইরে আরেক কোম্পানি কাত্তালি টেক্সটাইল লিমিটেডের ২৫ কোটি ৪ লাখ টাকার পাবলিক ইনিশিয়াল অফারিং (আইপিও) তহবিল তছরুপ করায় বিষয়টি দুদকে প্রেরণের সিদ্ধান্ত নেয় কমিশন।
এক মাসের মধ্যে কোম্পানিটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিস্টিং ফি পরিশোধে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় কমিশন।
আরও পড়ুন: চাঁদপুরে চার ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা
এছাড়া পুঁজিবাজারে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হিসেবে লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্টে অনুমোদন দেয় কমিশন।
অনুমোদিত ট্রাস্ট ডিড আইন অনুযায়ী নিবন্ধিত হলে তার আওতায় কোম্পানিটিকে মিউচ্যুয়াল ফান্ডের সনদ দেবে কমিশন। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি এবং ইউনিট প্রতি ফেইস ভ্যালু বা অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কমিশনের তথ্যমতে, নতুন এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং ফান্ডের ট্রাস্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডের কাস্টডিয়ানের দায়িত্বে আছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।