চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে বড়কুল র্পূব ইউনিয়নের রায়চোঁ এলাকায় থাকা এসব ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক র্কাযালয়ের নির্বাহী হাকিম ও জোষ্ঠ সহকারী কমিশনার আমজাদ হোসেন।
এ সময় মেসার্স সেলিম ব্রিকসকে চার লাখ টাকা, মের্সাস অনি ব্রিকসকে চার লাখ টাকা, মের্সাস মার্ক ব্রিকসকে চার লাখ টাকা এবং মের্সাস রণি ব্রিকসকে পাঁচ লাখ টাকা লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ৪ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো মিজানুর রহমান এসব তথ্য ইউএনবিকে নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন- ২০১৩ এর ধারা লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করার দায়ে এসব ব্রিকস ফিল্ডসদের জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান মিয়া ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়া, যৌথ বাহিনীর সদস্য, পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা