চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার বিকালে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, বিকাল ৩টা ৪৭ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা যা ঢাকা থেকে ৩০৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার ভোরে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের চিন প্রদেশের হাকা শহরের প্রায় ৩৩ কিলোমিটার কাছে।
আরও পড়ুন: ভূমিকম্প: চট্টগ্রামে ৩টি ভবন হেলে পড়েছে
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৬.১ মাত্রার ভূমিকম্প