প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এই মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওজু ও নামাজের জন্য পৃথক জায়গা রয়েছে।
এছাড়া হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের পূর্বে আচার-অনুষ্ঠান, গাড়ি পার্কিং সুবিধা, হিফজ-খানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম ও ইসলামী দাওয়াতের জন্য সম্মেলন কক্ষ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, দেশি-বিদেশি অতিথিদের জন্য বসার ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন: ইসলামের মর্মবাণী প্রচারে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এর আগে ২০২১ সালের ১০ জুন এবং ২০২৩ সালের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী ধর্ম সম্পর্কে ভুল ধারণা দূর করতে ইসলামের প্রকৃত বাণী প্রচারের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে একযোগে সারাদেশে ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
এ প্রকল্পের আওতায় দেশে মোট ৫৬৪টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব বোধ ও এর মূল্যবোধের প্রচার এবং উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করা।
'এ' ক্যাটাগরির আওতায় ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় লিফট সুবিধা সম্পন্ন ৬৯টি চারতলা মসজিদ এবং দুই হাজার ৩৬০ দশমিক ০৯ বর্গমিটার ফ্লোর স্পেস নির্মাণ করা হচ্ছে।
'বি' ক্যাটাগরিতে এক হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার ফ্লোর স্পেসসহ ৪৭৫টি মসজিদ এবং উপকূলীয় এলাকায় 'সি' ক্যাটাগরির ১৬টি মসজিদে দুই হাজার ৫২ দশমিক ১২ বর্গমিটার করে ফ্লোর স্পেস নির্মাণ করা হবে।
আরও পড়ুন: সাড়ে ৩ বছরেও শেষ হয়নি দিঘলিয়ায় মডেল মসজিদ নির্মাণ কাজ