সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিমানবন্দরের অভিবাসন বিভাগের এক কর্মকর্তা।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইট মুরাদ ও ৩৯৯ জন যাত্রী নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা করে।
তারা জানান, মুরাদ সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রবেশ করেন।
নারীদের নিয়ে বিতর্কিত ও অশালীন মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
সম্প্রতি মুরাদ হাসান সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও এবং ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়া অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মন্ত্রীর দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে মন্ত্রী অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’, হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন।