রপ্তানিমুখী সব খাতকে সমান নীতিগত সহযোগিতা করার ওপর বিশেষ নজর দিয়ে নতুন খসড়া রপ্তানি নীতি ২০২১-২০২৪ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বার্ষিক রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৮০ বিলিয়ন মার্কিন ডলার করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং পাবলিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিপিপি) দুটি বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, বিশ্ব রপ্তানি বাজারে নতুন বাস্তবতার প্রেক্ষাপটে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি নতুন খসড়া রপ্তানি নীতি অনুমোদন করেছে।
আরও পড়ুন: এখন মানুষের ক্রয় সক্ষমতা আছে: অর্থমন্ত্রী
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে নতুন রপ্তানি নীতিতে বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে। বাংলাদেশের স্বল্প উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।