ঢাকা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী) বিল, ২০১৮ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। খসড়া বিলটির মূলনীতিতে শ্রমিকদের জন্য নতুন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের শাস্তির পরিমাণ কমানো হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পর্যবেক্ষণের পর খসড়া বিলটি প্রস্তুত ও হালনাগাদ করা হয়েছে। সংশোধিত আইনটি শ্রম-বান্ধব হবে বলে উল্লেখ করেন সচিব।
খসড়া বিলে শ্রমিকদের শাস্তি ৫০ শতাংশ কমানো হয়েছে এবং তাদের জন্য বিভিন্ন নতুন সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।