কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই-ভাই মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক শহীদ মিয়া (২৮) রায়গঞ্জ ইউনিয়নের নার্সারি পাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ৩
স্থানীয়রা জানান, অটোরিকশাটি রায়গঞ্জের ভাই-ভাই মোড় থেকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশ কোচের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ভেঙে যায়।
এ সময় অটোতে থাকা চালক শহীদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা অটো চালককে আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি বলেন, আমি হাসপাতালে আছি বিস্তারিত পরে জানাতে পারব।