নাটোরের সিংড়ায় নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটে ওসমান গনি বাবু (৫২)নামে এক ব্যাবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার পারুহারপাড়া গ্রামের ধান ও চাল ব্যাবসয়ী ওসমান গনি শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাড়ার মসজিদে নামাজ পড়তে য়াপয়ার সময় মসজিদের গেটে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।