হত্যাচেষ্টা
সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ইনু কারাগারে
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার আদালতে হাজিরা দিয়েছেন।
রবিবার (৯ মার্চ) কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে তাকে হাজির করা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় ও আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকাল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে। তাকে দেখতে আদালতে জাসদের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত হন। আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। এখন পর্যন্ত এ মামলার মোট চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছেন।
আরও পড়ুন: সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
এ তথ্য নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইমুম হাসান বলেন, ‘মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, ‘মাহমুদুর রহমানকে হত্যার চেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিল ইনুকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। আলোচিত এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।
৭ দিন আগে
নাটোরে ব্যাবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
নাটোরের সিংড়ায় নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটে ওসমান গনি বাবু (৫২)নামে এক ব্যাবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার পারুহারপাড়া গ্রামের ধান ও চাল ব্যাবসয়ী ওসমান গনি শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাড়ার মসজিদে নামাজ পড়তে য়াপয়ার সময় মসজিদের গেটে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা
৪৩ দিন আগে
শামীম ওসমানসহ ৫৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাখা হয়েছে।
মামলার প্রধান আসামিদের মধ্যে অন্যতম— নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান। এছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।
আরও পড়ুন: সাবেক এমপি নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মো. আবুল হোসেন তালুকদার নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (৮ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাত ৮টার সময় চিটাগাং রোডের ডাচ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। সেসময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বাঁ পাশ ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
৬৫ দিন আগে
হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদ জাতীয় নাগরিক কমিটির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম থেকে ফেরার পথে ইচ্ছাকৃতভাবে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় তাদেরকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানা গেছে।
হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।
আরও পড়ুন: জুলাইয়ের গণহত্যার বিচার যারা চায় না তারাও ফ্যাসিস্টের দোসর: সারজিস
মানববন্ধনে নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন চারটি মূল দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- উগ্রবাদী হিন্দুত্বের প্রভাব থেকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মুক্তি দেওয়া, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচার করা, গত ১৫ বছরে হিন্দু মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা।
আক্তার বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এ ধরনের ফাঁদে পা দেবে না। আমাদের দেশকে রক্ষা করতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের সবাই জীবন দিতে প্রস্তুত।’
সমাবেশে সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করে, হাসনাত ও সারজিসকে লক্ষ্যবস্তু করে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে পারবে। কিন্তু সচিবালয় থেকে শ্রমিক, এদেশের প্রতিটি নাগরিকই যোদ্ধা। দিল্লির আধিপত্য বা কোনো ধরনের ফ্যাসিবাদকে কেউ মেনে নেবে না। এই ভূমির জন্য প্রাণ দিতে প্রস্তুত সবাই।’
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সারজিস ও হাসনাতের গাড়ি
১০৮ দিন আগে
আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে
ঢাকায় মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (৪ নভেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আরও পড়ুন: হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাজী সেলিমের আইনজীবী প্রানণাথ বিষয়টি নিশ্চিত করেন।
গত ১ সেপ্টেম্বর তাকে আটক করা হয়। এরপর ২ সেপ্টেম্বর ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে যুক্ত হন ফজলুর করিম। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানার ঢাকা আলিয়া মাদরাসার সামনে আসলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।
এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন মো. ফজলুর করিম।
আরও পড়ুন: সাবেক এমপি হাজী সেলিম গ্রেপ্তার
১৩২ দিন আগে
একটি পরিবারের সকলকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
ঢাকার দোহারে ধীৎপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানী থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ রুবেল ও তার সহযোগী রানা মাহমুদকে প্রধান আসামি করা হয়েছে।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম কাউসার চৌধুরী জানান, শুক্রবার মুন্সীগঞ্জের বালাসুরে র্যাব-১০ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছেন।
পরিবারের সবাই ঘুমিয়ে থাকলে রুবেল ও তার সহযোগী রানাসহ অন্যরা পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির বাইরে থেকে পরিবারের সদস্যদের তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
স্থানীয়রা ঘরের দরজা ভেঙে পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মামলা দায়েরের পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গত ১৮ জানুয়ারি র্যাব-১০ এর একটি দল রাজধানীর আশুলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে মো. রানা মাহমুদকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: শিক্ষার্থীকে ট্রেনের কেবিনে ধর্ষণের দায়ে অ্যাটেনডেন্ট গ্রেপ্তার
৪২২ দিন আগে
গাজীপুরে স্কুলছাত্রী ও দাদিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে পারিবারিক কলহের জের ধরে রবিবার দুপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ও তার দদিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
দগ্ধরা হলেন- হাজী নুরুল ইসলাম মডেল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার আয়েশা (১৩) এবং তার দাদি বেবী বেগম (৫৫)।
তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
আরও পড়ুন: মাদারীপুরে হাত ও পায়ের রগ কেটে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা
সানজিদার বাবা শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের জানান, সানজিদা তার দাদির সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় সানজিদার সৎ ভাই ও তার কয়েকজন সহযোগী তাদের রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুঁটে এসে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রোববার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
আরও পড়ুন: চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে 'হত্যাচেষ্টা ও চাঁদাবাজির' অভিযোগ এনে শাকিব খানের মামলা
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, সানজিদার বাবার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা তাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো কোনো মামলা হয়নি।
তবে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টা, এরপর স্বামীর ‘আত্মহত্যা’
৬৩৭ দিন আগে
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টা, এরপর স্বামীর ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টা করার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুন) ভোর রাতে সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন (২৬) ওই এলাকার ভেওয়ামারা গ্রামের আব্দুস সালামের ছেলে। তার স্ত্রী ময়না (২২) পিপুলবাড়িয়া গ্রামের নূরনবীর মেয়ে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েক বছর আগে ময়নার সঙ্গে বিয়ে হয় আব্দুল মোমিনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোর রাতে মোমিন শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ডেকে তুলে গলায় ছুরিকাঘাত করে। এতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। এরপর স্বামী শ্বশুরবাড়ির আঙ্গিনায় আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তিনি জানান, আহত স্ত্রীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুল মোমিনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সেই যুবকের পেট থেকে বের হলো আরও ৮টি কলম!
সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত
৬৪৯ দিন আগে
মাদারীপুরে হাত ও পায়ের রগ কেটে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
পু্লিশ ও পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে পেয়ারপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান খালাসী(৫০) ঘটকচর বাজার থেকে নিজ বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। আলী ইসলাম তালুকদারের বাড়ির কাছে ব্রিজের পাশে ওৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তার হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
মান্নান খালাসীর মেয়ে লিমা আক্তার জানায়, আমার বাবার জরুরি চিকিৎসা দরকার। আমি দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
৮৪৩ দিন আগে
চট্টগ্রামে স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার দায়ে স্বামীর ২০ বছর কারাদণ্ড
চট্টগ্রামে স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় স্বামী খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহানকে দুই ধারায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।নগরের বাকলিয়া থানার বউ বাজার রাজামিয়া কলোনিতে ২৩ বছর আগে নিলুফা বেগম নামে এই গৃহবধূকে গুলি করে আহত করেছিল তার স্বামী খুরশিদ।আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহান পাগলা, কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুছাগরা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নগরীর বাকলিয়া বউবাজার রাজামিয়া কলোনিতে ১৯৯৯ সালের ৬ মার্চ নিলুফা বেগমকে গুলি করে তার স্বামী খুরশিদ। এ ঘটনায় নিলুফা বেগমের মা নূর জাহান বাদী হয়ে খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহানকে আসামি করে চান্দঁগাও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
আদালত অভিযোগপত্র গ্রহণ না করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরে ২০০৭ সালের ৫ ডিসেম্বর খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
৮৮৭ দিন আগে