নিরপরাধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে দেশপ্রেমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দলের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানায় দলটি।
সেনাবাহিনী, নৌ- বিমান বাহিনী এবং র্যাব ও পুলিশ কর্মকর্তাদের জনগণের বন্ধু হয়ে ওঠার আহ্বান জানানো হয় ফেসবুক পোস্টটিতে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
এতে বলা হয়, নিরপরাধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন। যে সন্ত্রাসীরা আন্দোলনের নামে পুলিশ সদস্যদের থানার ভিতরে পুড়িয়ে মেরেছে, থানা লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করুন।
দেশে অস্থিরতা সৃষ্টি করতে যেসব জঙ্গি সংগঠন আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
কোনো দল বা কারো নির্দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়রানি করবেন না। জনগণের বন্ধু হয়ে উঠুন, কোন দলের না।
এতে আরও বলা হয়, থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র কিন্তু এখনো উদ্ধার হয়নি। যারা এই অস্ত্র লুট করেছে তাদের এখনি রুখে দিতে না পারলে সেই অস্ত্র দিয়ে যুদ্ধে নামবে আপনাদেরই বিরুদ্ধে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাদেরই।
আরও পড়ুন: আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ববি হাজ্জাজের