নেদারল্যান্ড ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছরের অংশ হিসেবে পানির গল্প নিয়ে ‘বই’ উন্মোচন করা হয়েছে। বইটি যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।
সম্প্রতি ডাচ পানি বিষয়ক দূত হেঙ্ক ওভিঙ্ক এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ডেল্ফ্-এ বাংলাদেশি এবং ডাচ তরুণ ফটোগ্রাফারদের পুরস্কারপ্রাপ্ত ছবি সম্মিলিত একটি স্মারক বই প্রকাশ করে।
আরও পড়ুন: অ্যাক্রিডিটেশন ল্যাব উন্নয়নে কাজ করবে নেদারল্যান্ড
হেঙ্ক ওভিঙ্ক ২০২৩ সালের জাতিসংঘের পানি সংক্রান্ত সম্বেলনের শেরপার দায়িত্বপ্রাপ্ত, প্রতিটি ব-দ্বীপে পানি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জনগণ-কেন্দ্রিক রূপান্তরে গুরুত্ব আরোপ করেন এবং আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত ডাচ সহায়তার আশ্বাস দিয়েছেন।
বইটি শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান, ডেল্টারেস এবং দূতাবাসের মধ্যে গত ১৬ মাসের সহযোগিতায় পরিচালিত ‘পানি বিষয়ক ছবি প্রতিযোগিতা’র মাধ্যমে তৈরি হয়। গত বছর উন্মুক্ত ফটো প্রতিযোগিতায় ১৬০০ ছবি জমা পড়ে যার মধ্যে জুরি ১০টি ছবি পুরষ্কারের জন্য নির্বাচন করে।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নির্দেশনা
অনুষ্ঠানে আইএইচই, ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি, রয়্যাল হাসকনিং সহ ডাচ পানি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।