নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন স্থানে কূপ খননের মাধ্যমে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ-৪ (পশ্চিম) কূপে পরীক্ষার ফলাফলে গ্যাসক্ষেত্রের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ইউএনবিকে বলেন, 'আমরা আশা করছি, প্রাথমিকভাবে এটি প্রতিদিন ১০-১৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করবে।
আরও পড়ুন: আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন মেরামত সম্পন্ন, বাড়বে গ্যাস সরবরাহ
তিনি জানান, খনন চলাকালে কূপের তিনটি পৃথক স্তরে নতুন স্থানে ৩ হাজার ১১৩ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নতুন অবস্থানের দূরত্ব বিদ্যমান কূপ থেকে প্রায় আড়াই কিলোমিটার যা ৮ থেকে ১০ মিলিয়ন ঘটফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করছে।
তিনি উল্লেখ করেন, ৩ হাজার ৮১ মিটার, ২ হাজার ৫০০ মিটার ও ১ হাজার ৯০০ মিটারে গ্যাসের স্তর চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখন আমরা ৩ হাজার ৮১ থেকে ৩ হাজার ৫৫ মিটারের লেয়ার থেকে গ্যাস উৎপাদন করছি।
তবে নতুন পাইপলাইন নির্মাণের প্রয়োজন হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস নিতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে বলে জানান তিনি।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের কাছে কূপ খনন ও গ্যাস উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক।
আরও পড়ুন: নগদ অর্থ সংকটের মধ্যেই আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনার আহ্বান