‘নতুনভাবে জীবন গড়ি বাল্য বিবাহ বন্ধ করি’ স্লোগান নিয়ে শনিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমৃদ্ধি কর্মসূচির সহযোগিতায় আয়োজনে এই গণসমাবেশের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
এর আগে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে পালাগান ও গণসংগীত পরিবেশন করা হয়।
আরডিআরএস বাংলাদেশ রংপুরের সমন্বয়কারী গৌতম সরকারের সভাপতিত্বে গণসমাবেশে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, জনপ্রতিনিধি, প্রবীণ ক্লাব, যুব ফোরাম, কিশোরী ক্লাবের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা।
এদিকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমৃদ্ধি কর্মসূচির সহযোগিতায় আরডিআরএস দেবীডুবা ইউনিয়নে বাংলাদেশ প্রবীণ সামাজিক কেন্দ্র নামে প্রবীণদের একটি ক্লাব উদ্বোধন করেন। সেখানে ইউনিয়নের সর্বোচ্চ বয়স্ক একজন, শ্রেষ্ঠ প্রবীণ পাঁচজন ও শ্রেষ্ঠ সন্তান তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।